বাংলা বর্ণমালায় পার্শ্বিক বর্ণ কয়টি ?
A ১ টি
B ২ টি
C ৩ টি
D ৪ টি
Solution
Correct Answer: Option A
যে ধ্বনি জিহবার অগ্রভাগকে মুখের মাঝামাঝি দন্তমূলে ঠেকিয়ে রেখে জিহবার এক বা দু পাশ দিয়ে মুখবিবর থেকে বায়ু বের হয়ে উচ্চারিত হয় তাকে পার্শ্বিক ধ্বনি বলে। যেমন- ল।