চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?

A অনুসর্গ

B বিশেষ্য

C অব্যয়

D উপসর্গ

Solution

Correct Answer: Option A

- চলিত ভাষা সাধু ভাষার তুলনায় অধিক সাবলীল ও সংক্ষিপ্ত।
- এই সংক্ষিপ্তকরণের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় অনুসর্গের ক্ষেত্রে।
- সাধু ভাষায় ব্যবহৃত অনেক অনুসর্গ চলিত ভাষায় এসে সংক্ষিপ্ত রূপ লাভ করে, যা ভাষাকে গতিময় করে তোলে।
- উদাহরণস্বরূপ, সাধু ভাষার 'হইতে', 'দ্বারা', এবং 'লাগিয়া' চলিত ভাষায় যথাক্রমে 'হতে', 'দিয়ে', এবং 'লেগে' হয়ে যায়।
- অন্যান্য পদ যেমন বিশেষ্য, অব্যয় বা উপসর্গ এই ধরনের নিয়মিত ও লক্ষণীয় সংক্ষিপ্তকরণের মধ্য দিয়ে যায় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions