বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'জেড ফোর্স' ব্রিগেডের প্রধান কে ছিলেন ?

A আতাউল গনি ওসমানী

B কে এম শফিউল্লাহ

C জিয়াউর রহমান

D খালেদ মোশাররফ

Solution

Correct Answer: Option C

- ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রথম সামরিক ব্রিগেড ছিল 'জেড ফোর্স'।
- এটি 'তুরা ব্রিগেড' নামেও পরিচিত ছিল।
- তৎকালীন মেজর জিয়াউর রহমানের নামের প্রথম অক্ষর 'Z' অনুসারে এই ব্রিগেডের নামকরণ করা হয় 'জেড ফোর্স'।
- ১৯৭১ সালের ৭ই জুলাই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১ম, ৩য় এবং ৮ম ব্যাটালিয়নের সমন্বয়ে এই ব্রিগেডটি গঠিত হয়।
- জিয়াউর রহমান এই ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions