প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে ?

A মাইটোকন্ড্রিয়াকে

B নিউক্লিয়াসকে

C রাইবোজোমকে

D গলগি দ্রব্যকে

Solution

Correct Answer: Option C

- লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।
- মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস অব সেল বলা হয়।
- জীবদেহের প্রধান উপাদান ক্রোমোজোম।
- নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণশক্তি বলা হয়।
- রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
- কোষপ্রাচীর ও প্লাস্টিড উদ্ভিদকোষে থাকে কিন্তু প্রাণীকোষে থাকে না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions