হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র -
A কম্পাস
B স্টেথোস্কোপ
C গ্যালভানোমিটার
D কার্ডিওগ্রাফ
Solution
Correct Answer: Option D
- কার্ডিওগ্রাফ হলো একটি হৃৎপিণ্ডের রোগ শনাক্তকরণ পদ্ধতি যাতে মানব দেহের হৃৎপিণ্ডের কার্যকলাপ কার্ডিওগ্রাফের সাহায্যে ইলেক্ট্রনিক উপায়ে নিরূপণ ও ধারণ করা হয়।
- স্টেথোস্কোপ হল হৃৎপিন্ড ও ফুসফুস এর শব্দ নিরূপন যন্ত্র।