প্রতি মিটার ১০০ টাকা দরে ১০০ মিটার লম্বা ও ৫০ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? 

A ২৫০০০ 

B ৩০০০০ 

C ৩৫০০০ 

D ৪০০০০

Solution

Correct Answer: Option B

দেওয়া আছে, 
দৈর্ঘ্য = ১০০ মিটার
প্রস্থ = ৫০ মিটার
প্রতি মিটারে খরচ = ১০০ টাকা

আয়তাকার পার্কের পরিধি = ২(দৈর্ঘ্য + প্রস্থ ) 
                                = ২(১০০ + ৫০)
                                = ৩০০ মিটার

মোট খরচ = পরিধি × প্রতি মিটারের খরচ
             = ৩০০ × ১০০
             = ৩০,০০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions