প্রতি মিটার ১০০ টাকা দরে ১০০ মিটার লম্বা ও ৫০ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে?
A ২৫০০০
B ৩০০০০
C ৩৫০০০
D ৪০০০০
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ১০০ মিটার
প্রস্থ = ৫০ মিটার
প্রতি মিটারে খরচ = ১০০ টাকা
আয়তাকার পার্কের পরিধি = ২(দৈর্ঘ্য + প্রস্থ )
= ২(১০০ + ৫০)
= ৩০০ মিটার
মোট খরচ = পরিধি × প্রতি মিটারের খরচ
= ৩০০ × ১০০
= ৩০,০০০ টাকা