Solution
Correct Answer: Option B
- পৃথিবীর গভীরতম স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এই খাতের গভীরতম বিন্দুটির নাম চ্যালেঞ্জার ডিপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৯৩৫ মিটার (৩৫,৮৭৬ ফুট) নিচে।
- এর গভীরতা এতই বেশি যে, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে (৮,৮৪৮.৮৬ মিটার) সেখানে রাখলে তার ওপর আরও প্রায় ২ কিলোমিটার জল থাকবে।
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর হিসেবে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বিশাল জলভাগের প্রায় ৪৬% স্থান দখল করে আছে।
- অন্যদিকে, আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান হলো পুয়ের্তো রিকো খাত এবং ভারত মহাসাগরের গভীরতম স্থান হলো সুন্দা বা জাভা খাত।