বাংলার প্রাচীন নগরী কোন নদীর তীরে অবস্থিত?
A আত্রাই
B তিস্তা
C করতোয়া
D মহানন্দা
Solution
Correct Answer: Option C
- বাংলাদেশের প্রাচীনতম শহরের নাম পুণ্ড্রবর্ধন।
- এ শহরটি আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে গড়ে উঠেছিল।
- প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদটির বর্তমান নাম মহাস্থানগড় ।
- মহাস্থানগড় বগুরা জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- বিখ্যাত সাধক সুলতান ইব্রাহিম বলখি মহীসাওয়ার (র) মাজার মহাস্থানগড়ে অবস্থিত।