সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?
A বুধ
B বৃহস্পতি
C পৃথিবী
D শনি
Solution
Correct Answer: Option B
সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি ।বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয় । বুধ সৌরজগতের ক্ষুদ্রতম ও দ্রুততম গ্রহ । এটি সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত । শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ । আর মঙ্গলগ্রহকে বলা হয় লাল গ্রহ ।