অক্ষাংশ রেখার প্রভাব কিসের উপর বেশি?
A তাপ ও চাপ
B বায়ু ও তাপ
C নিরক্ষরেখা ও বায়ু প্রবাহ
D বায়ুর চাপ ও আর্দ্রতা
Solution
Correct Answer: Option B
জলবায়ুর উপর প্রভাব বিস্তারকারী অন্যতম প্রধান উপাদান হলো অক্ষাংশ রেখা। অক্ষাংশ রেখার প্রভাব বেশি বায়ু ও তাপের উপর। নিরক্ষরেখার উপর সূর্যকিরণ সোজাসুজি পড়ার ফলে দিনরাত্রি সমান হয় এবং আবহাওয়া ও জলবায়ু সবসময় উষ্ণ থাকে।