কপারের সাথে কী মেশালে ব্রোঞ্জ হয়?

A  নিকেল 

B টিন   

C সীসা   

D দস্তা  

Solution

Correct Answer: Option B

- দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে।
- যেমন- পিতল হলো তামা (কপার) ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু।
- কাঁসা বা ব্রোঞ্জ হলো তামা (কপার) ও টিনের সংকর ধাতু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions