নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়?

A শিলাইদহ

B মহাস্থানগড়

C পাহাড়পুর

D ময়নামতি

Solution

Correct Answer: Option A

✔  বাংলার প্রাচীনতম জনপদ ছিল পুণ্ড্র। এই পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর। পুণ্ড্রনগরের বর্তমান নাম মহাস্থানগড়।
✔  সোমপুর বিহার এটি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
✔  ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি, কুমিল্লার লালমাই ময়নামতি প্রত্নস্থলে রয়েছে লালমাই পাহাড়, শালবন বিহার, আনন্দ বিহার, কোটিলা মুড়া, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, চন্ডি মন্দিরসহ ৫৪টি টিবি ও বৌদ্ধ বিহার। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions