'এবার ওঠা যাক' এটি কোন বাচ্যের উদাহরণ?

A কর্মবাচ্য

B কর্মকর্তৃ বাচ্য

C ভাববাচ্য

D কর্তৃবাচ্য

Solution

Correct Answer: Option C

- ভাববাচ্যঃ যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে।
- ভাববাচ্যের বৈশিষ্ঠ্যঃ ভাববাচ্যে ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়।
- ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয় বিভক্তি প্রযুক্ত হয়।
যেমন: 
- এবার ওঠা যাক।
- রামের খাওয়া হয়েছে।
- আমাকে যেতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions