ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খিয়াং-এর নবান্ন উৎসবের নাম কী?
Solution
Correct Answer: Option A
- খিয়াং জনগোষ্ঠীর প্রধান উৎসবের নাম হলো 'হেনেই'।
- এই 'হেনেই' উৎসবকেই নবান্ন উৎসব বলা হয়।
- তারা নতুন ফসল ঘরে তোলার পর এই উৎসব পালন করে।
- এটি জুমের ধান রোপণের সময় বা ধান কাটার পরেও অনুষ্ঠিত হতে পারে এবং এটি বছরে অন্তত তিনবার পালিত হয়।
- এই উৎসবে গ্রামের লোকজন একত্রিত হয়ে গরু বা মহিষ বধ করে এবং সেই মাংস রান্না করে ভোজের আয়োজন করে।