ধ্বনির কোন পরিবর্তনে শব্দের শেষে একটা অতিরিক্ত স্বরধ্বনি যোগ হয়?

A স্বরসঙ্গতি

B অপিনিহিতি

C বিপ্রকর্ষ

D অন্ত্যস্বরাগম

Solution

Correct Answer: Option D

অন্ত্যস্বরাগম: শব্দের শেষে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসলে তাকে বলে অন্ত্যস্বরাগম। যেমন, দিশ্-র সঙ্গে অতিরিক্ত ‘আ’ স্বরধ্বনি যুক্ত হয়ে হয়েছে ‘দিশা’। এরকম- পো> পোক্ত, বেঞ্চ> বেঞ্চি, সত্য> সত্যি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions