কোন রংগুলোর সমন্বয়ে রঙিন মনিটরে বিভিন্ন রঙ্গের ছবি তৈরি হয়?
Solution
Correct Answer: Option A
- লাল, সবুজ, নীল এই তিনটি রঙকে প্রাথমিক রঙ (Primary Colors) বলা হয়।
- এদেরকে RGB (Red, Green, Blue) রঙ মডেলও বলা হয়।
- এই তিনটি রঙের বিভিন্ন মাত্রার আলো একত্রিত করে মনিটর লক্ষ লক্ষ অন্যান্য রঙ তৈরি করতে পারে।
- এই তিনটি রঙের আলো একত্রিত হয়ে সম্পূর্ণ সাদা আলো উৎপন্ন করে।
- রঙিন মনিটর, টেলিভিশন এবং অন্যান্য ডিসপ্লে ডিভাইসে এই RGB মডেলটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।