A ইরাবতি ও সালুইন নদীর মিলিত প্রবাহ
B টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ
C আমুদরিয়া ও শীর দরিয়া নদীর মিলিত প্রবাহ
D তারিম নদী ও হেলমন্দ নদীর মিলিত প্রবাহ
Solution
Correct Answer: Option B
- ১৩ জুন, ১৯৭৫ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স চুক্তিটি সম্পন্ন হয়।
- এই চুক্তিটি ইরাক এবং ইরান এর মাঝে সম্পন্ন হয়।
- মূলত শাত-ইল-আরব নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন করা হয়।
- আমরা জানি শাত-ইল-আরব হল ফোরাত এবং ইউফ্রেটিস নদীর মিলিত রূপ।
- চুক্তি অকার্যকর হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সালে (ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।)