'লোকমুখে শুনেছি।' এখানে 'লোকমুখে' কোন কারকে কোন বিভক্তি?
Solution
Correct Answer: Option A
যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন -
- গাছ থেকে পাতা পড়ে।
- পাপে বিরত হও।
-লোকমুখে এই কথা শুনেছি