'আয়কর' কোন সমাস?

A মধ্যপদলোপী কর্মধারয়

B সাধারণ কর্মধারয়

C চতুর্থী তৎপুরুষ

D পঞ্চমী তৎপুরুষ

Solution

Correct Answer: Option A

- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারায় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন—
- হাসি মাখা মুখ = হাসিমুখ,
- জীবন রক্ষার্থে বীমা = জীবন বীমা,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
- আয়ের উপর কর = আয়কর।
আবার,
- মন রূপ মাঝি= মনমাঝি; হলো রূপক কর্মধারয় সমাস।
- পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ; উপমিত কর্মধারয় সমাস।
- মুখ চন্দ্রের ন্যায়= চন্দ্রমুখ; উপমিত কর্মধারয় সমাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions