কিসের অভাবে উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি কমে যায়?
Solution
Correct Answer: Option D
- ফসফরাস ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে: ক্লোরোফিল হলো এক ধরণের রঞ্জক পদার্থ যা সূর্যালোকের শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। ফসফরাসের অভাবে ক্লোরোফিলের উৎপাদন কমে যায়, ফলে পাতা বেগুনি রং ধারণ করে।
- ফসফরাস শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে: ফসফরাসের অভাবে শিকড়ের বৃদ্ধি কমে যায়, ফলে গাছ মাটি থেকে পর্যাপ্ত পুষ্টি শোষণ করতে পারে না।
- ফসফরাস প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে: ফসফরাসের অভাবে প্রোটিন সংশ্লেষণ কমে যায়, ফলে পাতার রঙ পরিবর্তিত হয়।