স্বরভক্তির অপর নাম কি?

A অভিশ্রুতি

B অন্তস্বরাগম

C অপিনিহিত

D বিপ্রকর্ষ

Solution

Correct Answer: Option D

মাঝে মাঝে উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি এলে তাকে মধ্য স্বরাগম ,বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলে ।যেমন ঃগ্রাস>গেরাস [(গ্‌+র্‌+আ +স) >(গ্‌+এ+র্‌+আ +স)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions