কোনটি অপিনিহিতির উদাহরণ?

A গুনিয়া

B রাইত

C চলো

D চলতি

Solution

Correct Answer: Option B

পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিত বলে।
অর্থাৎ পরের ই -কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিত বলে। যেমন- আজি>আইজ>রাইত

অপিনিহিতির উদাহরণ ব্যাখ্যা:
আজি>আইজ্ : এটি অপিনিহিতির একটি উদাহরণ। এই উদাহরণটিকে আমরা ভেঙে দেখবো ই স্বরধ্বনি কী ভাবে এক ঘর মাত্র এগিয়ে গেছে।
আ+জ্+ই > আ+ই+জ্
বর্ণ বিশ্লেষণের দ্বারা দেখা যাচ্ছে 'ই' স্বরটি এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতিতে ই বা উ স্বর এক ঘরের বেশি এগোবে না।

আর‌ও কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করে দেখি। দেখিয়া>দেইখ্যা 
দ্+এ+খ্+ই+য়্+আ > দ্+এ+ই+খ্+য্+আ (য়=য)
উপরের উদাহরণে ই স্বরটি প্রথমে খ-এর পরে ছিলো, অপিনিহিতির ফলে খ চলে গেছে ই-র পর, ই এক ঘর এগিয়ে গেছে।

গুরুত্তপুর্ণ অপিনিহিতির উদাহরণঃ
কালি > কাইল
আজি > আইজ
বলিবেক > ব‌ইলবেক (ঝাড়খণ্ডী)
শুনিয়াছি > শুইন্যেছি (ঝাড়খণ্ডী)
করিয়াছ > ক‌ইর‌্যাছ (বঙ্গালী)
সাধু > সাউধ
মধু > ম‌উধ
রাঁধিয়া > রাইন্ধ্যা
বসিয়া > ব‌ইস্যা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions