'মানুষের মাঝে স্বর্গ-নরক,মানুষেতে সুরাসুর' -এই পঙক্তিটি কার রচনা ?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B কাজী নরুল ইসলাম

C শেখ ফজলল করিম

D শামসুর রাহমান

Solution

Correct Answer: Option C

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।
-কবি শেখ ফজলল করিম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions