'পর্বত' শব্দের বহুবচন কোনটি?

A পর্বতকূল

B পর্বতমালা

C পর্বতসমূহ

D পর্বতসমেত

Solution

Correct Answer: Option B

ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। বাংলা ভাষায় সাধারণত দুইভাবে (একবচন, বহুবচন) বচন নির্ণয় করা হয়। বহুবচনবাচক শব্দ প্রয়োগ করে বহুবচন করা হয়।
- পর্বতমালা (মালা),
- বর্ণমালা (মালা),
- কুসুমনিচয় (নিচয়),
- কুসুমদাম (দাম),
- তারকারাজি (রাজি),
- বৃক্ষরাজি (রাজি),
- রচনাবলি (আবলি) প্রভৃতি অপ্রাণিবাচক শব্দের বহুবচনের উদাহরণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions