বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫-৬ ফেব্রুয়ারি ১৯৬৬ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন। ছয় দফার প্রথম দফা বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকারের ফেডারেশন রূপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। ছয় দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন।
১৯৬৬ সালের ঐতিহাসিক ৬ দফার প্রস্তাবসমূহ -
প্রস্তাব -১ঃ শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি
প্রস্তাব - ২ঃ কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
প্রস্তাব -৩ঃ মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা
প্রস্তাব -৪ঃ রাজস্ব ,কর , বা শুল্ক সমন্ধীয় ক্ষমতা
প্রস্তাব -৫ঃ বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা
প্রস্তাব - ৬ঃ আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা