একটি গাড়ীর চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
Solution
Correct Answer: Option D
আমরা জানি,
১ মিনিট =৬০ সেকেন্ড
∴ চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
" ১ " " ৯০/৬০ "
=৩/২ "
আবার,
চাকাটি ১ বার ঘুরে যায় ৩৬০⁰
∴ " ৩/২ " " " (৩৬০⁰×৩)/২
=৫৪০⁰