Solution
Correct Answer: Option A
ওজোন স্তর ক্ষয়কারী পর্দাথের মধ্যে CFC হলো প্রধান। সিএফসি হলো ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে পৌঁছে ওজোনের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেনে পরিণত করে। এর ফলে ওজোনস্তর হালকা বা ফুটো হয়ে যায়। এই ফাটল দিয়ে মহাজাগতিক বিভিন্ন রশ্মি পৃথিবীতে এসে জীবজগতের ক্ষতিসাধন করে। এই গ্যাস বায়ুমণ্ডলের ৮০-১৭০ বছর সক্রিয় থাকে।