বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জনকারী প্রতিষ্ঠান বাংলাদেশের কোথায় অবস্থিত?
A গাজীপুর
B ঢাকা
C নারায়ণগঞ্জ
D সাভার
Solution
Correct Answer: Option A
- গাজীপুরের তাসনিয়া ফেব্রিকস লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে।
- কারখানাটির প্রশাসনিক ভবন ১১০ নম্বরের মধ্যে পেয়েছে ১০৭।
- যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ৮ মে এই পরিবেশবান্ধব সনদ পেয়েছে তাসনিয়া ফেব্রিকসের প্রশাসনিক ভবন।
- একই দিন তাসনিয়া ফেব্রিকসের পোশাক কারখানা ভবনও পরিবেশবান্ধব সনদ পেয়েছে।
- এই স্থাপনার প্রাপ্ত নম্বর ১০৬।