মানুষের ক্রোমোসোমের সংখ্যা কত?
A ২৩ জোড়া
B ২২ জোড়া
C ২৫ জোড়া
D ২১ জোড়া
Solution
Correct Answer: Option A
• মানবদেহে সাধারণত ২৩ জোড়া ক্রোমোজোম থাকে।
• এর মধ্যে ২২ জোড়া স্ত্রী ও পুরুষ একই রকম ।এদের অটোজোম বলা হয়।
• বাকি এক জোড়া মানুষের লিঙ্গ নির্ধারণ করে বলে এদের সেক্স ক্রোমোজোম বলা হয়।