শিক্ষক বললেন, "সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন।" - এর পরোক্ষ উক্তি কি হবে?
A শিক্ষক বলেছিলেন যে সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
B শিক্ষক বললেন যে সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
C শিক্ষক বললেন যে সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন
D শিক্ষক বলেছিলেন যে সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
Solution
Correct Answer: Option B
- চিরন্তন সত্য প্রকাশে, স্থায়ী সত্য প্রকাশে, ঐতিহাসিক বর্তমানের ক্ষেত্রে, কাব্যের ভণিতার ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে।
- যেমন: দুই আর তিনে পাঁচ হয়, সম্রাট বাবর মোঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন, সকালে সূর্য উদিত হয় ইত্যাদি।