প্রত্যক্ষ উক্তিতে কোনটি হয়?
A সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়।
B উদ্ধরণ চিহ্ন লোপ পায়।
C ক্রিয়ার পরিবর্তন হয়।
D বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়।
Solution
Correct Answer: Option D
- কোনো কথকের বাককর্মের নামই উক্তি।
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
- উক্তি দুই প্রকার। যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
- যে বাক্যে বক্তার কথা অবিকল উদ্ধৃত হয়, তাকে প্রত্যক্ষ উক্তি বলে।
- যেমন: তিনি বললেন, “বইটা আমার দরকার।” আমি আছি, ভয় কেন মা করো?