Solution
Correct Answer: Option B
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। যেমন: ঘোড়া গাড়ি টানে। এখানে যদি প্রশ্ন করা হয়, ঘোড়া কি টানে? তাহলে উত্তর পাই ‘গাড়ি’ । সুতরাং, ‘গাড়ি’ হলো কর্মকারক।