সব কটা জানালা দাও খুলে দাও না______ওরা আসবে চুপি চুপি গানটির সুরকার কে?
A আহমেদ ইমতিয়াজ বুলবুল
B হুমায়ুন আহমেদ
C ফজলে খোদা
D কে জি মোস্তফা
Solution
Correct Answer: Option A
‘সব ক’টা জানালা খুলে দাও না’ ১৯৮২ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত একটি দেশাত্মবোধক সঙ্গীত। স্বাধীনতা দিবসের জন্য বাংলাদেশ টেলিভিশনের নির্মিত বিশেষ অনুষ্ঠানের জন্য প্রস্তুতকৃত এই সঙ্গীত বা গানের গীতিকার নজরুল ইসলাম বাবু। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন।