সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসাবে নির্ধারণ করা হয়েছে?
A ইলোরা অজন্তা,ভারত
B মহেঞ্জোদারো হরপ্পা,ভারত
C মহাস্থানগড় ,বাংলাদেশ
D কোনটি নয়
Solution
Correct Answer: Option C
২০১৫ সালে সার্কের প্রথম সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় আফগানিস্তানের বামিয়ান নগরীকে। ২০১৬ সালে ২য় রাজধানী হিসেবে বাংলাদেশের প্রাচীন নগরী মহাস্থানগড়কে ঘোষণা করা হয় এবং ২১ জানুয়ারি, ২০১৭ সালে এটি কার্যকর হয়।