বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?

A মোংলা

B মহেশখালী

C কুতুবদিয়া

D সোনাদিয়া

Solution

Correct Answer: Option B

বাংলাদেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (Liquified Natural Gas- LNG) কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত। ২০১৬ সালে LNG টার্মিনাল স্থাপনে পেট্রোবাংলা ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ভাসমান এ LNG টার্মিনালের ধারণ ক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions