আফগানিস্তানের তালেবান সরকারের অন্তবর্তী সরকার প্রধান কে?
A মোল্লা শফিউল্লাহ
B মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
C মোল্লা হাসান বারদার
D মোল্লা মোহাম্মদ ওমর
Solution
Correct Answer: Option B
তালেবানের ক্ষমতা দখল ও আশরাফ গানির পতন:
→ তালেবানরা আফগানিস্তানের রাজধানী ‘কাবুল’ দখল করে— ১৫ আগস্ট, ২০২১।
→ সদ্য সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি পদত্যাগ করেন- ১৫ আগস্ট, ২০২১।
→ আশরাফ গানি আফগানিস্তান থেকে প্রথমে তাজিকিস্তান ও পরে তাজিকিস্তান থেকে আশ্রয় নেন- সংযুক্ত আরব আমিরাতে।
তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা:
→ প্রধান নেতা (সুপ্রিম লিডার): হাইবাতুল্লাহ আখুন্দজাদা (তিনি আফগানিস্তানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তার অধ
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দেশ চালাবেন।)।
→ প্রধানমন্ত্রী: মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ।
→ উপপ্রধানমন্ত্রী: আব্দুল গানি বারাদার।