পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান কোনটি?
A ধ্রুবতারা
B মঙ্গল গ্রহ
C চন্দ্র
D লুব্ধক
Solution
Correct Answer: Option A
- পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত।
- যে সকল বৃহদাকার জ্যোতিষ্কের নিজস্ব আলো রয়েছে তাদেরকে নক্ষত্র বলে।
- আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হল লুব্ধক।
- সূর্যের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টারাই এবং পুলহ হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের একটি তারা।