কত সালে সবচেয়ে বড় সৌরকলঙ্ক দেখা গিয়েছিল?
A ১৯৭১
B ১৯৭৪
C ১৯৮২
D ১৯৮৯
Solution
Correct Answer: Option B
- আকাশে সূর্যের দিকে তাকালে এর পৃষ্ঠে মাঝে মাঝে কালো দাগ দেখা যায়। একে সৌর কলঙ্ক বলে।
- গ্যালিলিও সর্বপ্রথম এই সৌর কলঙ্ক সম্পর্কে ধারণা প্রদান করেন।
- ১৯৭৪ সালে সবচেয়ে বড় সৌরকলঙ্ক দেখা গিয়েছিল।