জীববিজ্ঞানের জনক কে?

A ডারউইন

B মেন্ডেল

C এরিস্টটল

D লিনিয়াস

Solution

Correct Answer: Option C

- বিখ্যাত গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী এরিস্টটল (Aristotle)-কে জীববিজ্ঞানের জনক (Father of Biology) বলা হয়।
- তিনিই সর্বপ্রথম বিক্ষিপ্ত জ্ঞানকে একত্রিত করে বিজ্ঞানসম্মত ও পদ্ধতিগতভাবে জীবের গঠন, স্বভাব, প্রজনন ও শ্রেণিবিন্যাস নিয়ে গবেষণা শুরু করেন।
- তাঁর রচিত 
‘Historia Animalium’ গ্রন্থে তিনি প্রায় ৫০০ প্রজাতির প্রাণীর বর্ণনা দিয়েছেন।
- উল্লেখ্য, তাঁকে 
প্রাণিবিজ্ঞানের জনক (Father of Zoology)-ও বলা হয়।

অন্যদিকে, 
- চার্লস ডারউইন হলেন বিবর্তনবাদের জনক,
- গ্রেগর জোহান মেন্ডেল হলেন জিনতত্ত্বের জনক এবং
- ক্যারোলাস লিনিয়াস হলেন শ্রেণিবিন্যাসবিদ্যার জনক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions