পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-
A বহুব্রীহি সমাস
B দ্বন্দ্ব সমাস
C কর্মধারয় সমাস
D তৎপুরুষ সমাস
Solution
Correct Answer: Option D
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে ।যেমন - মধু দিয়ে মাখা = মধুমাখা , শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ।