Solution
Correct Answer: Option C
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর অনুসারে শুশ্রূষা বানানটি শুদ্ধ।
আরও কিছু শুদ্ধ বানানঃ
• বিকিরণ,
• মুমূর্ষু,
• কৃষিজীবী,
• মরীচিকা,
• দধীচি,
• মন্ত্রিপরিষদ,
• শিরশ্ছেদ,
• ভবিষ্যৎবাণী,
• অধ্যবসায়,
• মনোরঞ্জন,
• নিপীড়িত।