Solution
Correct Answer: Option C
মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের বাইরের দিকে তিন স্তরের ঝিল্লি বা পর্দা থাকে। এটি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে রক্ষা করে। এর নাম মেনিনজেস। এই পর্দায় ইনফ্ল্যামেশন বা প্রদাহ হলে তাকে বলা হয় মেনিনজাইটিস। যদি এই প্রদাহ শুধু মস্তিষ্ককোষে হয়, তবে সেটি এনকেফালাইটিস নামে পরিচিত। যা মূলত একই অসুখ। বহু ক্ষেত্রে এ রোগের পরিণতি মৃত্যু। এটি প্রধানত একটি ভাইরাস জনিত রোগ।