সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে শপথ পড়ান কে?

A স্পিকার

B প্রধানমন্ত্রী

C প্রধান বিচারপতি

D বিভাগীয় কমিশনার

Solution

Correct Answer: Option C

- প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।

- স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।

- প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions