'জ্ঞানবান ' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

A জ্ঞান+বৎ

B জ্ঞান +বত

C জ্ঞান +বদ

D কোনটি নয়

Solution

Correct Answer: Option D

সংস্কৃত তদ্ধিত প্রত্যেয়ের ক্ষেত্রে বিশেষণ গঠনে বতুপ্ (বৎ) এবং মতুপ্ (মৎ) - প্রত্যয় [ প্রথমবার এক বচনে যথাক্রমে ' বান' এবং 'মান' হয় ]
- গুণ + বতুপ্ = গুনবান
- জ্ঞান + মতুপ্= জ্ঞানবান 
- বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান
- দয়া + বতুপ্ = দয়াবান
- শ্রী + মতুপ্ = শ্রীমান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions