Solution
Correct Answer: Option C
'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ - অস্থির।
• গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- কূপমণ্ডূক - সীমাবদ্ধ জ্ঞান।
- পায়াভারি - অহংকার।
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
- গায়ে পড়া - অযাচিত।
- গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা।
- বিসমিল্লায় গলদ- শুরুতেই ভুল।
- আঁতে ঘা - দুর্বল জায়গায় খোঁচা।