Solution
Correct Answer: Option C
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি ,অন্ত্য বা মধ্যবর্তী কোন স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ ।
যেমনঃ
- গামোছা >গামছা ;
- সুবর্ণ>স্বর্ণ;
- অগুরু>অগ্রু
স্বরলোপ বা সম্প্রকর্ষ ৩ প্রকার:
- আদিস্বরলোপ
- মধ্যস্বর লোপ
- অন্ত্যস্বর লোপ