সূর্য থেকে যে বিকীর্ণ তাপ আসে তাকে বলা হয়-
A এক্স রশ্মি
B গামা রশ্মি
C অবলোহিত রশ্মি
D অতিবেগুনী রশ্মি
Solution
Correct Answer: Option C
যে সকল তড়িৎ চৌম্বক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা ১ মাইক্রোমিটার থেকে ১ মিলিমিটার পর্যন্ত বিস্তৃত তাদের বলা হয় অবলোহিত বিকিরণ (আইআর) রশ্মি। এই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা সামান্য বড়।