Solution
Correct Answer: Option A
যে সকল ক্রিয়া দ্বারা কোন কাজ অনির্দিষ্টভাবে ভবিষ্যতে হইবে বা ঘটবে এইরূপ বুঝালে সাধারণ ভবিষ্যৎ কাল হয়। অথবা, ভবিষ্যৎ কালে যে কাজ সাধারণভাবে সম্পন্ন হবে বোঝায়, তাকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।
চিনিবার উপাই(Identification):- বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ব, বে, বেন ইত্যাদি চিহ্ন থাকবে। যেমন আমি স্কুলে যাব।
যেমনঃ
- আমি রাস্তার মোড়ে তোমার জন্য অপেক্ষা করব।
- আমরা সবাই পরীক্ষায় ভাল ফলাফল করব।
- আজ থেকে আমরা ইংরেজিতে কথা বলতে আরম্ভ করব।
- আগামীকাল আমি রুবিকে একটি স্বর্ণের চেইন উপহার দিব।