সুপার নোভা হল কোন বৃহৎ বা ভারী নক্ষত্রের জীবনের শেষ অবস্থা। যখন এর সমস্ত জ্বালানী শেষ হয়ে যায় তখন এর মহাকর্ষের টানের নিজেই নিজের মধ্যে সংকুচিত হতে থাকে। যার কারনে ঘনত্ব মারাত্মক ভাবে বেড়ে যায়।
এর ফলে যে প্রচন্ড চাপ সৃষ্টি হয় তা নক্ষত্র নিজেই সহ্য করতে পারে না। তখন তীব্র আলো ও বিকট শব্দে বিস্ফোরিত হয়। নক্ষত্রের এই অবস্থাকেই সুপারনোভা বলে। সুপার নোভা বিস্ফোরণের ফলে নক্ষত্রটি পুরোপুরি ভেঙ্গে যায় , সৃষ্টি হয় নতুন নিউট্রন তারা। এটা তখন ই ঘটবে যখন এর ভর সূর্যের চেয়ে ৮-১৫ গুণ বেশি হবে।