Solution
Correct Answer: Option A
-চকের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। যেমন প্রাকৃতিক চক ও কৃত্রিম চক। প্রাকৃতিক চক তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট (CaCo3) থেকে। পানির নীচে বছরের পর বছর জমে থাকার ফলে এই ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক গঠন পরিবর্তন হয়ে কালক্রমে চকে রূপান্তরিত হয়। প্রায় একই প্রক্রিয়ায় তৈরি হয় লাইমস্টোন এবং মার্বেল।
-তবে বর্তমানে কৃত্রিম চক বা লেখার চক তৈরি হয় জিপসাম (ক্যালসিয়াম সালফেট CaSO4)থেকে।